‘নীতিতে অটল’ থাকার অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক : আগামীতেও মেয়র হিসেবে দায়িত্ব পালনে ‘নীতিতে অটল’ থাকার অঙ্গীকার করেছেন ঢাকা দক্ষিণ সিটি করোপরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

মেয়র পদে দুই বছর পূর্তি উপলক্ষে ‘এগিয়ে যাচ্ছে দক্ষিণ ঢাকা’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি এ অঙ্গীকার করেন।

তিনি বলেন, ‘গত দুই বছরে নগরীর উন্নয়ন ও শৃঙ্খলামূলক কাজ করতে গিয়ে বিভিন্ন মহল থেকে নানাবিধ হুমকি-ধামকি ও প্রতিরোধ এসেছে। কিন্তু কোনো চাপে নতি স্বীকার করিনি, আগামীতেও করব না ইনশাল্লাহ।’

শনিবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করেপারেশনের (ডিএসসিসি) নগর ভবনে মেয়র পদে দুই বছর পূর্তি উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। নগর ভবনের মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মো. বিলাল, সচিব খান মো. রেজাউল করিম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সালাহ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সাঈদ খোকন আরো বলেন, ‘নাগরিকদের নিরাপদ ও সুষ্ঠুভাবে ফুটপাতে চলাচলের জন্য গুলিস্তান, মতিঝিল, নিউমার্কেটের ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। নানাবিধ হুমকি-ধামকি, প্রতিরোধ এসেছে। কোনো চাপের কাছে নতি স্বীকার করিনি। কর্মদিবসে ‘অফিস আওয়ারের’ পরে হকারদের ফুটপাতে বসার অনুমতিদানের জন্য সপ্তাহের নির্দিষ্ট দিন দিলকুশা, নবাবপুর রোড, মতিঝিল আইডিয়াল স্কুলসংলগ্ন স্থান, সেগুনবাগিচা ও বায়তুল মোকাররম মসজিদ এলাকায় ৫টি হলিডে মার্কেট চালু করা হয়েছে।

সংবাদ সম্মেলনে সাঈদ খোকন দায়িত্ব গ্রহণের পর গত দুই বছরের কার্যক্রমের পরিসংখ্যান তুলে ধরেন।

তিনি বলেন, নগরীতে ১০ ভাগ বিদ্যুৎ বাতি জ্বলতো না। এখন ৩৭ হাজার ২০০ এলইডি বাতি লাগানোর কাজ চলছে। এরই মধ্যে ২৫ হাজার বাতি লাগানো হয়েছে। ৩০০টি সড়ক নির্মাণ, সংস্কার ও উন্নয়ন করা হয়েছে। এ পর্যন্ত ২১৪ দশমিক ৭২ কিলোমিটার রাস্তা, ৪৭ দশমিক ৩৯ কিলোমিটার ফুটপাত নির্মাণ করা হয়েছে। জলাবদ্ধতা নিরসনে ২৩৯ দশমিক ১৫ কিলোমিটার নর্দমা নির্মাণ, ১৩৫ কিলোমিটার সড়ক নির্মাণ এবং ১৪০ কিলোমিটার ড্রেন নির্মাণ কাজ চলমান রয়েছে।

মেয়র বলেন, মাত্র ৭ ঘণ্টায় এক কিলোমিটার সড়ক নির্মাণে সক্ষম এমন অত্যাধুকি কোল্ড মিলিং মেশিন সংগ্রহ করা হয়েছে। এর ফলে পুরনো সড়কের ম্যাটেরিয়াল ব্যবহার করেই নতুন সড়ক নির্মাণ সম্ভব এতে ব্যয়ও কমবে ৪০ শতাংশ। মেগা প্রকল্পের আওতায় ২টি অত্যাধুনিক পশু জবাইখানা নির্মাণসহ শিশুপার্ক নির্মাণ, যাত্রী ছাউনি, বাস-বে নির্মাণ, স্বচ্ছ পুলিশ বক্স স্থাপন, সড়কে সুপেয় পানি পানের জন্য ওয়াটার ফাউন্টেন নির্মাণ, কমিউনিটি সেন্টার নির্মাণ ও সিসি ক্যামেরা বসানোসহ অনেক কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা সায়েদাবাদ এবং ইংলিশ রোডের অবৈধ ট্রাক স্ট্যান্ড উদ্ধার করা হয়েছে। গোলাপবাগ মাঠ, শিশুপার্কের সামনের অবৈধ পার্ক দখলমুক্ত করা হয়েছে। নারিন্দাতে বিশাল জমি উদ্ধার করা হয়েছে।

সাঈদ খোকন বলেন, নগরীর সৌন্দর্য বৃদ্ধির লক্ষে সড়ক থেকে অবৈধ ৩০ হাজার ব্যানার পোস্টার, ফেস্টুন অপসারণ করা হয়েছে। জলসবুজে ঢাকা প্রকল্পের মাধ্যমে ৩১টি খেলার মাঠ ও পার্ক ঢেলে সাজানো হচ্ছে। এ বছরের শেষের মধ্যে কাজ শেষ হবে। ১১টি পাবলিক টয়লেট নির্মাণ করা হচ্ছে, যার মধ্যে ৪৭টি নির্মাণাধীন। ১৭টি সংস্কার কাজ চলমান। চলতি বছরে ৮টি ফুটওভার ব্রিজ নির্মাণ ও ১৭টি সংস্কারের কাজ চলছে বলেও উল্লেখ করেন মেয়র।

পুরনো যানবাহনের বিরুদ্ধে অভিযান চলছে জানিয়ে সাঈদ খোকন বলেন, ৮১ জন চলককে কারাদণ্ড ও এক হাজার ২৩০টি মামলা ও ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনায় ৫টি এসটিএস নির্মাণ করা হয়েছে। ২৩টির কাজ চলমান রয়েছে। পাঁচ হাজার ৭০০টি ওয়েস্টবিন নির্মাণ করা হয়েছে। মাতুয়াইলে ৮১ একর জমি অধিগ্রহণ কার্যক্রম চলমান রয়েছে।

এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, গুলিস্তান, নিউমার্কেট ও তার আশপাশের এলাকার ফুটপাত থেকে লাইনম্যান নামধারী চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। যেসব চাঁদাবাজ বাস, লেগুনা বা অন্য যানবাহনে চাঁদাবাজি শুরু করেছেন তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ড তুলে ধরে সাঈদ খোকন বলেন, এ পর্যন্ত ৩টি কমিউনিটি সেন্টার নির্মাণ করা হয়েছে। আজিমপুর কবরস্থানে মসজিদ নির্মাণ কাজ চলমান রয়েছে। ঢাকেশ্বরী মন্দির নির্মাণ কাজটি শেষ। পোস্তগোলাতে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য মহাশশ্মানঘাট নির্মাণ করে উদ্বোধন করা হয়েছে। ২১টি ব্যায়ামাগারের মধ্যে ১৫টি চালু আছে এবং ৬টির সংস্কার কাজ চলছে। নাগরিক সেবা বৃদ্ধির লক্ষে অনলাইনে হোল্ডিং ট্যাক্স আদায় এবং ট্রেড লাইসেন্স প্রদান কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।