
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পকে ‘উন্মাদ’ বললেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তার মতে, ট্রাম্প একজন ‘হত্যাকারী, সন্ত্রাসবাদী, অত্যাচারী, চূড়ান্ত খামখেয়ালি ও নীতিহীন প্রেসিডেন্ট।’
ক্ষমতার চার বছরে ইরানের ওপরে অনেকটা চড়াও ছিলেন মার্কিন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা ছাড়ার আগেই কড়া ভাষায় ইরানকে আবারও হুঁশিয়ারি দিলেন তিনি। কিন্তু চুপ নেই ইরানও। ট্রাম্পকে পাল্টা কথা শুনিয়েছেন ইরানের প্রেসিডেন্ট।
ইরানের প্রেসিডেন্ট রুহানি পালটা জবাব দিয়ে ট্রাম্পকে ‘উন্মাদ’ বলেছেন। রুহানির মতে, ট্রাম্প একজন ‘অত্যাচারী, চূড়ান্ত খামখেয়ালি, নীতিহীন প্রেসিডেন্ট।’ তিনি ট্রাম্পকে ‘সন্ত্রাসবাদী এবং হত্যাকারী’ বলেও সম্বোধন করেন। বিদায়ক্ষণে অনেকটা জমে উঠেছে ইরান-যুক্তরাষ্ট্র।
সম্প্রতি ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসে রকেট হামলার ঘটনায় ইরানকেই দায়ী করেছেন ট্রাম্প। বুধবার (২৩ ডিসেম্বর) সেই প্রসঙ্গে টুইট করে ট্রাম্প বলেন, ‘রোববার (২০ ডিসেম্বর) বাগদাদে আমাদের দূতাবাসে বেশ কয়েকটি রকেট হামলা হয়েছে।
এরপরেই ট্রাম্প হুমকি দিয়ে বলেন, ‘ইরাকের মাটিতে মার্কিনদের নিশানা করে আরও হামলার কথা শুনতে পাচ্ছি। যদি আর একজনও মার্কিনির মৃত্যু হয়, আমি ইরানকেই দায়ী করব।’
বাগদাদের মার্কিন সেনারা দাবি করে বলেছেন, এই হামলার পেছনে ইরানের একটি জঙ্গি দলের হাত রয়েছে। সেনা সূত্রের খবর জানিয়েছে, সেদিনের হামলায় প্রাণহানির ঘটনা না ঘটলেও, বড়সড় ক্ষতি হয়েছে দূতাবাস ভবনে।
এ ঘটনার পর ইরানও অবশ্য চুপ করে নেই। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দেশটির পররাষ্ট্রমন্ত্রী মহম্মদ জাভেজ জারিফের পাল্টা টুইটে বলেন, করোনাসহ নানা বিষয়ে দেশের মাটিতে ব্যর্থতা ঢাকতে বিদেশের দিকে নজর পাল্টানোর চেষ্টা করছেন ট্রাম্প।