নীরব ভোটার ও তরুণ শক্তি ভাঙতে পারে পুরোনো রাজনৈতিক হিসাব

বিশেষ প্রতিনিধি : জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। প্রচারণার শব্দ যতই উচ্চ হোক, এবারের নির্বাচনের সবচেয়ে বড় বাস্তবতা হলো ভোটারদের নীরবতা। দেশের বড় একটি অংশ এখনো সিদ্ধান্তহীন।আর এই নীরবতাই নির্বাচনের ক্ষমতার ভারসাম্য বদলে দেওয়ার প্রধান নিয়ামক হয়ে উঠছে।এবারের নির্বাচনে নতুন মাত্রা যোগ করেছে তরুণ ও নতুন ভোটাররা। প্রথমবার ভোট দিতে যাওয়া এই জনগোষ্ঠী কোনো দলীয় ইতিহাসের ভার বহন করে না। তারা প্রতিশ্রুতি নয়, ফলাফল চায়। তাদের চোখে উন্নয়ন মানে শুধু অবকাঠামো নয়, বরং কর্মসংস্থান, ন্যায়বিচার ও মর্যাদার রাজনীতি। বিশ্লেষকদের মতে, তরুণ ভোটারদের অবস্থান এবারের নির্বাচনের ফলাফলে নির্ধারক ভূমিকা রাখতে পারে।
দেশের বিভিন্ন জেলাশহরে জনসভা, মিছিল ও শোডাউন চললেও এসব কর্মসূচি ভোটারদের মন ছুঁতে পারছে না। প্রচারণার মাঠে নতুন মুখ নেই বললেই চলে। দলীয় কর্মীরাই দৃশ্যপট দখল করে আছে। দেয়ালে দেয়ালে পোস্টার নেই, রাস্তায় নেই আগের মতো উত্তাপ। স্পষ্টতই এবারের নির্বাচন প্রচলিত রাজনৈতিক ধারার বাইরে দাঁড়িয়ে।স্বাধীনতার পর থেকে অনুষ্ঠিত প্রায় সব নির্বাচনই বিতর্কে ঘেরা ছিল। জনগণ বিভিন্ন দলের শাসনামল দেখেছে, অভিজ্ঞতা সঞ্চয় করেছে। সেই অভিজ্ঞতা থেকেই ভোটাররা এবার অনেক বেশি সচেতন ও কঠোর। তারা আর প্রতীকের মোহে আটকে নেই। ন্যায়, নীতি, সম্প্রীতি ও সাম্যের রাজনীতি – এই মানদণ্ডেই এবার প্রার্থীদের বিচার করছে জনগণ।যেসব প্রার্থী এর আগে সংসদ সদস্য ছিলেন তাদের জন্য এবারের নির্বাচন সহজ নয়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, অনেক ক্ষেত্রেই পুরোনো ক্ষমতার বলয় ভেঙে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। দীর্ঘদিন ক্ষমতায় থেকে জনসম্পৃক্ততা হারানো প্রার্থীদের প্রতি ভোটারদের অনাস্থা স্পষ্ট।
নির্বাচনের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সমাজের নিম্ন আয়ের মানুষ। দরিদ্র জনগোষ্ঠী যাকে বাস্তবে পাশে পায়, যে তাদের জীবনসংগ্রামের অংশীদার হয়, ভোট যাবে তার দিকেই। নির্বাচন এলেই প্রতিশ্রুতি ও আশ্বাসের ফুলঝুরি এখন আর বিশ্বাসযোগ্য নয়।ভোটের আগে বলা কথার সঙ্গে ভোটের পরের বাস্তবতার ব্যবধান জনগণ বহুবার দেখেছে। ফলে আশ্বাসের রাজনীতিতেও আস্থা অনেকটা হাস্যকর।
তাই এবারের নির্বাচন কোনো আনুষ্ঠানিক প্রতিযোগিতা নয়-এটি ভোটারদের দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ, প্রত্যাশা ও পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রকাশ। নীরব ভোটার ও তরুণ শক্তির মিলিত রায় পুরোনো রাজনৈতিক হিসাব ভেঙে দিতে পারে। নতুন নেতৃত্ব সত্যিই জনগণের আশা-আকাঙ্ক্ষা ধারণ করতে পারবে কিনা তার চূড়ান্ত নিষ্পত্তি হবে ব্যালটের মাধ্যমে।