
নিজস্ব প্রতিবেদক : বুধবার সকাল থেকেই শিক্ষার্থীরা মোড়ে জড়ো হতে থাকেন। দুপুরে রাস্তা অবরোধ করে মোড়ে অবস্থান নিয়েছেন তারা। এদিকে রাস্তা অবরোধ করায় সব দিক থেকে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বর্তমানে প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে ৫৬ শতাংশ বিভিন্ন ধরনের অগ্রাধিকার কোটা রয়েছে। আর বাকি ৪৪ শতাংশ নিয়োগ হয় মেধা কোটায়। এ জন্য এই কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা। শিক্ষার্থীরা বলছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।