আল-আমিন, নীলফামারীঃ নীলফামারী সদর উপজেলা ইটাখোলা ইউনিয়নের কানিয়াল খাতা আকবর আলী ছেলে মহব্বত আলী ও শশী উদ্দিন কে অবৈধ ভাবে দখলের উচ্ছেদ নোটিশ সদর উপজেলা ভূমি অফিস থেকে দেওয়া হয়েছে।
জানাযায়, নীলফামারী ভিপি কেস নং- ৩৭/৭৮ মোকাদ্দমার তফসিলভুক্ত এসএ ৪৮৮৩ দাগে ০.২৩ একর ৪৮৯৬ দাগের ০.৩৯ একর ৪৮৮৫ দাগের ০.২১ একর একুনে ১.২৫ একর সম্পত্তির তদন্ত প্রতিবেদন প্রেরণ করেছেন তদন্ত প্রতিবেদন পর্যাচলোনায় দেখা যায় ৩৭৭৮ ভিপি কেস মুলে শ্রী কালিদাস পিতাঃ অধরাম দাস সাং- কানিয়ালখাতা নীলফামারী সদর লীজ গ্রহণ করে বাংলা ১৯৯৬ সন পর্যন্ত লীজ মানি পরিশোধ করেছে। শ্রী কালিদাস এর অনুকুলে ১৩/১০/২০১০খ্রী: তারিখে উপজেলা ভুমি অফিস নীলফামারী সদর হতে লীজ নবায়নের নোটিশ জারি করার প্রেক্ষিতে কালিদাস ভারত গমন করায় উক্ত তফসিল ভুক্ত সম্পত্তি তার ভ্রাতা ও ভ্রাতুপুত্র শ্রী অসিম কুমার দাস গং লীজ নবায়নের আবেদন করেন। সরজমিনে শ্রী কালিদাস ও ভ্রাতুপুত্র শ্রী অসিম কুমার দাস গং দখল বিদ্যমান নাই। বর্তমান মহব্বাত আলী ও শশী উদ্দিন উভয়ের পিতাঃ আকবর আলীর দখলে থাকলেও তফসিল বর্ণিত ভিপি সম্পত্তির লীজ আদেশ নাই এবং অনুমোদন ব্যতীত অবৈধ ভাবে বাড়ী ঘর নির্মান করেছেন ভিপি ৩৭/৭৮ নীল: ভুক্ত তফসিল বর্ণিত ১.২৫ একর জমির অবৈধ দখলদার গন কে দখল ছেরে দাওয়ার জন্য নোটিশ প্রদান সহ পরর্বতী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ পুর্বক এ অফিসে তামিল প্রতিবেদন প্রেরর্ণের জন্য নির্দেশ ক্রমে অনুরোধ করা হলো।
নীলফামারী সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি মোছাঃ মলি আক্তার বলেন, ভিপি কেস নং -৩৭/৭৮ সম্পত্তি যা লীজ ছাড়া অবৈধভাবে ঘরবাড়ী ও কৃষি জমি হিসাবে ভোগদখলে রেখেছেন। তফসিলভূক্ত জমি আগামী ০৬/১১/২০২৪ ইং তারিখের মধ্যে দখল ছাড়া জন্য বলা হয়। অন্যথায় সরকারী এবং স্থানীয় কর্তৃপক্ষের ভূমি ও ইমারত (দখল পুনরুদ্ধার), অধ্যাদেশ ১৯৭০ এর ৫/(১) ধার মোতাবেক আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।