নীলফামারীতে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ ও বিক্ষোভ মিছিল 

আল-আমিন, নীলফামারী: ইসলামী আন্দোলন বাংলাদেশ, সদর উপজেলা শাখার আয়োজনে তিন দফা দাবিতে গণ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন,প্রয়োজনীয় রাষ্ট্র কাঠামো সংস্কার,খুনিদের দৃশ্যমান বিচারের দাবিতে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে  কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ ও নীলফামারী-২ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট হাফেজ মাওলানা এম হাছিবুল ইসলাম।সমাবেশে তিনি বলেন পিআর পদ্ধতি ছাড়া আমরা নির্বাচন মানবো না এবং  পিআর পদ্ধতি নির্বাচনের দাবি ছিলো বিগত ২০০৮ সালে।সেই তিনি বলেন হাত মাখা মার্কায় সদর আসনের সংসদ সদস্য নির্বাচিত হলে নীলফামারীকে আধুনিক জেলায় রুপান্তরিত করবেন।এছাড়া তিনি ইসলামী আন্দোলন এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের একসাথে কাজ করার আহবান জানান।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জেলা সভাপতি মুহাম্মদ ইয়াছিন আলী, জেলা সেক্রেটারি মাওলানা আসাদুজ্জামান বিপ্লব, সহ সভাপতি জাতীয় ওলামা মাশায়েখ হাফেজ মাওলানা আশিকুর রহমান আশরাফী, জাতীয় শিক্ষক ফোরাম জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জহুরুল ইসলাম,ইসলামী আন্দোলন পৌর শাখা সভাপতি সজিব আনোয়ার চৌধুরী, ইসলামী যুব আন্দোলন যুব শাখার সভাপতি মুহাম্মদ মামুন ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলননের সভাপতি মুহাম্মদ লুতফর রহমান, সহ প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মাওলানা আনিছুর রহমান, ছদর দ্বীনি সংগঠন মাওলানা আব্দুল কাদের,ইসলামী ছাত্র আন্দোলন জেলা সভাপতি মুহাম্মদ জাকারিয়া হোসেন সহ অনেকে। সমাবেশ শেষে ইসলামী আন্দোলন সদর উপজেলা শাখার নেতাকর্মীদের নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক মিছিল অনুষ্ঠিত হয়েছে।