
আল-আমিন, নীলফামারীঃ পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন,প্রয়োজনীয় রাষ্ট্র কাঠামো সংস্কার,খুনিদের দৃশ্যমান বিচার এই তিন দফা দাবিতে নীলফামারীতে গণ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার আয়োজনে দলীয় কার্যালয় হতে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে সমাবেশে এসে যুক্ত হয় হয়।ইসলামী আন্দোলন বাংলাদেশ, জেলা শাখার সভাপতি মুহাম্মদ ইয়াছিন আলীর সভাপতিত্বে ও মাওলানা আসাদুজ্জামান বিপ্লব এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ ও নীলফামারী-২ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট হাফেজ মাওলানা এম হাছিবুল ইসলাম।গণ সমাবেশে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আলম বিশ্বাস।
এ সময় বক্তরা বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন চাই,এ পদ্ধতি ছাড়া নির্বাচন হলে দেশে আরও ফ্যাসিস্ট জন্মাবে,দেশে আরও দূর্নীতি বেড়ে যাবে।তাই অর্ন্তবর্তী সরকারের উচিত আগামী নির্বাচন যেন পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হয়।
হাত পাখা মার্কার নীলফামারী-২ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট এম হাছিবুল ইসলাম বলেন, আগামীতে জনগণের ভোটে নির্বাচিত হইলে এই আসনের জনসাধারণের জন্য উন্নয়ন মূলক কাজে অংশ নিবেন।সমাবেশ শেষে নির্বাচনী প্রচরণায় শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন। এছাড়াও গণ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা উপজেলা ইউনিয়নের ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।