নীলফামারীতে ইসলামী ছাত্র আন্দোলনের ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আল-আমিন নীলফামারীঃ মুক্তির মূলতন্ত্র,ইসলামী শাসনতন্ত্র এই  শ্লোগানকে সামনে রেখে নীলফামারীতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে ।
বৃহস্পতিবার (২৮আগস্ট) বিকালে  শহরের চৌরঙ্গীমোড়ে পাশেই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ,নীলফামারী জেলা শাখার সভাপতি মুহাম্মদ জাকারিয়া হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সিনিয়র মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।ছাত্র সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ইসলামী ছাত্র আন্দোলন শেখ মাহাবুবুর রহমান নাহিয়ান।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে  ইসলামী আন্দোলন বাংলাদেশ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ ও নীলফামারী ২ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট এম হাছিবুল ইসলাম, বলেন ইসলাম দেশ, মানবতার জন্য। এজন্য আমাদেরকে ইসলামী রাজনীতি করতে হবে।সেই সাথে তিনি নীলফামারী বাসীকে হাতপাখা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।তিনি আরও বলেন বিগত দিনে জনগণের ভোটে যারা জাতীয় সংসদ সদস্য হয়েছিল তারা নীলফামারীর কি উন্নয়ন করেছে তা আপনারা দেখেছেন? তাই আসুন সবাই মিলে আগামী নির্বাচনে হাতপাখা মার্কায় ভোট দিয়ে সুন্দর ও সুশীল দেশ গড়ি।
আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলার শাখার সভাপতি মুহাম্মদ  ইয়াসিন আলী, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মাওলানা বদরুল ইসলাম,জাতীয় ওলামা আইমা পরিষদ নীলফামারী জেলা শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ শহিদুল ইসলাম, নীলফামারী ৪(কিশোরগঞ্জ -সৈয়দ পুর) আসনের সংসদ প্রার্থী মাওলানা মুহাম্মদ আব্দুল জলিল,ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সহকারী প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আনিসুর রহমান সহ ইসলামী ছাত্র আন্দোলনের জেলা উপজেলার নেতাকর্মী।