
আল-আমিন, নীলফামারী: নীলফামারীতে ১৭০ পিস ইয়বাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব ১৩, সিপিসি-২।
র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২, এর একটি আভিযানিক দল গত বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকালে নীলফামারী জেলার সদর থানাধীন লক্ষীচাঁপ এলাকায় অভিযান পরিচালনা করে ১৭০ পিস ইয়াবাসহ মোঃ শহিদুল ইসলামের ছেলে মোঃ শাকিবুল ইসলাম ওরফে শান্ত (২৩) কে গ্রেফতার করেন। ধৃত আসামীর বিরুদ্ধে নীলফামারী জেলার সদর থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে এবং আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।