
আল-আমিন, নীলফামারী: নীলফামারী শহরের বড় বাজার ট্রাফিক মোড়ে একটি মাইক্রোবাসে তল্লাশী চালিয়ে এক লাখ পিস ইয়াবার বড় একটি চালান নীলফামারী থানা পুলিশের সহায়তায় উদ্ধার করেছে এন্টি টেরিজম ইউনিট।
শুক্রবার (২৪ ডিসেম্বর) রাত নয়টার দিকে শহরের বড়বাজার ট্রাফিক মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালিয়ে ঢাকা মেট্রো–ঘ– ১৩–০৯৩৩ মাইক্রোবাসটি আটক করা হয়। এসময় গাড়ির ড্রাইভার ইমরান হোসেনকে আটক করে পুলিশ। সে রফিকুল ইসলামের ছেলে। মাইক্রোবাসটি সিলেট থেকে আসছিলো ও ড্রাইভারের বাড়ি সিলেটে। প্রাথমিক ভাবে জানা গেছে চালানে এক লাখ পিস ইয়াবা রয়েছে।
জানতে চাইলে নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ আব্দুর রউপ বলেন, এন্টি টেরিজম ইউনিট এই অভিযান পরিচালনা করে। আটক ড্রাইভারের কাছে তথ্য সংগ্রহের কাজ চলছে। তবে সে জানিয়েছে নীলফামারী শহরে তাকে কেউ রিসিভ করবে।