
আল-আমিন , নীলফামারী: দেশের রাজনীতিতে বিকল্প ধারা গড়ে তোলার প্রত্যয়ে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবগঠিত নীলফামারী জেলা কমিটি ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ সভায় দলীয় সংগঠনের ভবিষ্যৎ রূপরেখা, সাংগঠনিক চ্যালেঞ্জ এবং তৃণমূলের অংশগ্রহণমূলক রাজনীতি নিয়ে গুরুত্বারোপ করা হয়।
সভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের সরব উপস্থিতি এবং সক্রিয় অংশগ্রহণ একটি গণতান্ত্রিক ও বাস্তবভিত্তিক রাজনীতির প্রতিচ্ছবি তুলে ধরে, যা এনসিপির রাজনৈতিক দর্শনেরই বহিঃপ্রকাশ।
সভায় সভাপতিত্ব করেন জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মোহাম্মদ আব্দুল মজিদ এবং সঞ্চালনা করেন জেলা সদস্য আক্তারুজ্জামান আক্তার।
বক্তব্যে মোহাম্মদ আব্দুল মজিদ বলেন, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যেই জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে। যখন মানুষের মৌলিক অধিকার খর্ব হয়, তখন তারা ক্ষুব্ধ হয়। ঠিক সেভাবেই আওয়ামী লীগ সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিল, যার প্রতিবাদে জনসাধারণের আন্দোলনে তারা কোণঠাসা হয়ে পড়ে।

তিনি আরও বলেন, মুরব্বিরা উপদেশ দেবে, তরুণরা তা পালন করবে । এই সমন্বয়ের মাধ্যমেই আমরা গড়ে তুলতে চাই একটি সমঅধিকারভিত্তিক রাষ্ট্র।
তিনি জানান, তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করতে শিগগিরই ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করা হবে।
সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নেতারা দলের সাংগঠনিক কার্যক্রম, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বাস্তবধর্মী আলোচনা করেন। প্রত্যক্ষ মতবিনিময়ের মাধ্যমে নেতারা অভিজ্ঞতা বিনিময় করেন এবং স্থানীয় পর্যায়ে দলকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। এতে স্থানীয় কর্মকৌশল নির্ধারণে দলীয় ঐক্য, স্বচ্ছতা ও কার্যকর সমন্বয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন ডিমলা উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মো. মোশাররফ হোসেন মিন্টু, জলঢাকা উপজেলা প্রধান সমন্বয়কারী মো. রেজাউল করিম রাজু, যুগ্ম আহ্বায়ক মো. মোহামেনুর রহমান সানা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক মো. মেহেদী হাসান আশিক এবং সদস্য সচিব আলিফ সিদ্দিকী প্রান্তর প্রমুখ।
নেতারা তাদের বক্তব্যে গণতন্ত্র, ন্যায়বিচার ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তারা বলেন, এনসিপি শুধু রাজনৈতিক দল নয়, এটি একটি আন্দোলনের নাম, যা নাগরিক অধিকারের পক্ষে এবং বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার।
সভা শেষে নেতারা দলের প্রতিটি স্তরে কর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে একটি কার্যকর ও অংশগ্রহণমূলক রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।