
আল-আমিন, নীলফামারীঃ নীলফামারী সদর উপজেলা টুপামারী ইউনিয়নের মোড়ালের ডাঙ্গার ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ পেয়ারুল ইসলাম (৪৫) উপর সন্ত্রাসী হামলা চলায় একই এলাকার মহুবার রহমানের ছেলে মোঃ আলামিন ও নুর আলমসহ আরো অনেকে। হামলার স্বীকার হয়ে রক্তাক্ত গুরুতর জখম হয়ে নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসারত
জানাযায়, মোঃ জাহাঙ্গীর আলমের দাদী তাকে ০৯ শতক জমি রেজিষ্ট্রারী করে দেয়। পারিবারিক সমস্যা ও টাকার প্রয়োজনে উক্ত জমিটি বিক্রি করেন। জমিতে নিজের লাগান বিভিন্ন প্রজাতির গাছপালা লাগান ছিল। একটি সুপারির গাছ ব্যতিত সকল গাছ বিক্রি করে দেয়। সুপারি গাছটি তোলার জন্য বিকালে স্ত্রী ছেলেসহ গেলে মোঃ মহুবার রহমান ও তার ছেলে মোঃ আলামিন ও নুর আলমসহ বেশ কয়েক জন এসে আতংকিত ভাবে হামলা চলায়। তাদের হামলার স্বীকার হয়ে বেশ কয়েক জন রক্তাক্ত জখম হয়। স্থানীয়রা এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এর আগে মোঃ হবিবর রহমান বাদী হয়ে মোঃ মহুবার রহমান ও তার ছেলে মোঃ আলামিন ও নুর আলমসহ কয়েক জনের নামে থানায় একটি লিখিত অভিযোগ করেন। কিছু দিন পরে স্থানীয় সালিশের মধ্যে তাদের মীমাংসা হয়। মীমাংসার এক মাস না যেতে তারাই মধ্যে আবার পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্য হামলা করেন। এসময় ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ বেশ কয়েক জন আহত হন। বর্তমান তারা নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসারত রয়েছে।
পারুল বেগম বলেন, আমার ফুফা শশুর পেয়ারুল ইসলামের উপর মারডাং শুরু করে তখন আমি তাদেরকে বাধা দিতে গেলে তারা আমার উপর চড়াও হয়ে আমার উপর আক্রমণ করেন। আমি কিছুদিন আগে রংপুর হাসপাতালে সিজার করি। আমি এখন সম্পুর্ন সুস্থ্য হই নাই। এমন অবস্থায় আমাকেও তারা ছাড় দেয় নাই। আমার শরীলের বিভিন্ন অংশে তারা আঘাত করেন। আমাকে মেরে ফেলার জন্য কয়েক জন কাদায় মাথা চেপে ধরে। স্থানীয় লোকজন এগিয়ে না আসলে আমাকে মেরে ফেলত। আমি এর সঠিক বিচার চাই।
উক্ত ঘটনার বিষয় মোঃ মহুবার রহমান ও তার ছেলে মোঃ আলামিন ও নুর আলমের সাথে কথা বলার জন্য তার বাড়িতে গেলে তারা বিষয়টি কৌশলে এড়িয়ে যান।
জানতে চাইলে টুপামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মছিরত আলী শাহ্ ফকির বলেন, আমি বিষয়টি অন্যের মাধ্যমে শুনছি, এখন পর্যন্ত কেউ আমাকে অভিযোগ করে নাই।