নীলফামারীতে-কষ্টি পাথরের মূর্তি উদ্ধার!!

মহিনুল ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধিঃ-পুকুরের মাটি খনন করতে গিয়ে হাজার বছরের বৌদ্ধ ধর্মের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে নীলফামারী সদরের লক্ষ্মীচাপ ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের হরিমন্দিরের পুকুরে এই মূর্তিটি উদ্ধার করা হয়।
উক্ত  ইউপি চেয়ারম্যান আমিনুর ইসলাম জানান, পুকুর খননকালে মাটির মধ্যে থেকে মূর্তিটি বের হয়ে আসে।
নীলফামারী সদরের গোড়গ্রাম ইউনিয়নে অষ্টম খ্রীষ্টাব্দের ঐতিহাসিক নিদর্শন রাজা বিরাটের বিন্নাদিঘীর প্রতœতাত্বিক নিদর্শণ উদ্ধারের খনন কাজের কর্মকর্তা প্রতœতত্ব অধিদপ্তরের রাজশাহী বিভাগের আ লিক পরিচালক নাহিদ সুলতানা জানান, খবর পেয়ে তিনি ওই কষ্টিপাথরের মুর্তিটি দেখেছেন। তিনি বলেন এটি হাজার বছর পূর্বের গৌতম বৌদ্ধের সময়কার কস্টিপাথরের মূর্তি।  এর আগে এ ধরনের আরেকটি কস্টি পাথরের মুর্তি পাওয়া যায় মুন্সিগঞ্জে। তিনি বলেন এই মুর্তিটি সংরক্ষন করা হবে।
নীলফামারী থানার ওসি বাবুল আকতার জানান, সংবাদ পেয়ে লম্বায় ৭ ইি  ও প্রস্থ্যে সাড়ে তিন ইি  পাথরের একটি মূর্তি উদ্ধার করা হয়।