নীলফামারীতে কিশোরী গণধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

আল-আমিন, নীলফামারী: নীলফামারী জেলার ডিমলা উপজেলায় তের বছরের কিশোরীকে গণধর্ষণ এবং অপহরণ করে মুক্তিপন দাবি মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব ১৩, সিপিসি-২।

সোমবার (০৮ নভেম্বর/২১) সকালে ফ্লাইট লেফটেন্যান্ট সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ বলেন, র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২, নীলফামারীর একটি আভিযানিক দল রবিবার রাতে জেলার ডিমলা উপজেলার দক্ষিণ সোনাকুড়ি এলাকায় অভিযান পরিচালনা করে গণধর্ষণ এবং অপহরণপূর্বক মুক্তিপন দাবি মামলার প্রধান আসামী মোঃ মোজাম্মেল হকের ছেলে মোঃ রুহুল আমিন (২৫) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি নীলফামারী জেলার ডিমলা থানার মামলা নং ১৭/১১২, তাং ২০ মে ২০২১ খ্রিঃ, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী, ২০০৩) এর ধারা ৭/৮/৯(৩) এর প্রধান আসামী। আসামীকে ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব অফিস সূত্রে জানা যায়, গত ১৫ মে ২১ তারিখে ডিমলা উপজেলার বন্দর খরিবাড়ী এলাকার ৭ম শ্রেণীর ছাত্রী আকলিমা (ছদ্দ নাম) আক্তার নিজ বাড়ী থেকে দাদাীর বাড়ী যাওয়ার পথে দুপুর বেলা মুখে গামছা দিয়ে মাইক্রোবাসে জোর করে তুলে নিয়ে একই উপজেলার চাপানি ইউনিয়নের কাকিনা গ্রামের ২নং আসামী রাসেদুল ইসলামের বাড়ীতে নিয়ে যায়। টানা চার দিন আটকে রেখে ধর্ষণ করে এক নং আসামী মোঃ রুহুল আমিন, দুই নং রাসেদুল ইসলাম ও তিন নং আসামী শাহিন ইসলাম।

আরও জানা যায়, মেয়েকে জীবিত ফেরত দেওয়ার কথা বলে দুই লক্ষ টাকা কিশোরীর বাবার কাছে দাবি করে। পরে ১৯ মে ২১ ভোরে গণধর্ষণের শিকার কিশোরীর বাড়ী থেকে কিছু দুরে মসলেম উদ্দিনের বাড়ীর পাশের্^ অচেতন অবস্থায় ফেলে দিয়ে পালিয়ে যায়। এলাকাবাসীর সহযোগিতায় গণধর্ষণের শিকার কিশোরীকে দেখতে পেয়ে বাবাকে খবর দিলে ২০ মে ২১ তারিখে মামলা দায়ের করেন। দুই ও তিন নং আসামীকে জেল হাজতে প্রেরন করে। ঘটনার পর থেকেই প্রধান আসামী মোঃ রুহুল আমিন পলাতক ছিল।