
আল-আমিন,নীলফামারীঃ ১৪.১২.২০২২ তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নীলফামারীর সহকারী পরিচালক জনাব মোহাম্মদ শরিফ উদ্দিনের নেতৃত্বে বিভাগীয় স্টাফ ও নীলফামারী জেলা পুলিশ লাইনের ০১জন পুলিশ অফিসার এবং ০৯জন পুলিশ ফোর্সসহ নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার পোড়ার কোট গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ আমজাদ হোসেন (৩৫), পিতামৃত-শাহাবুদ্দিন, সাং-পোড়ার কোর্ট, থানাঃ কিশোরগঞ্জ, জেলাঃ নীলফামারী এর বসতবাড়ি ঘেরাও করে আসামীর দখলীয় শয়ন ঘরের ঘরের মধ্যে হতে ০৩(তিন) বোতল ফেনসিডিলসহ আসামিকে হাতেনাতে গ্রেপ্তার করি। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট ধারায় পরিদর্শক জনাব মোঃ শফিকুল ইসলাম বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
২) মোছাঃ এলিজা (৪৫), স্বামী- মোঃ রফিকুল ইসলাম, সাং-পোড়ার কোট, কিশোরগঞ্জ জেলাঃ নীলফামারী এর বসতবাড়ি তল্লাশি করে তার শয়ন ঘরের ভিতরে ৪(চার) বোতল ফেনসিডিল উদ্ধার এবং আসামীকে ঘটনাস্থলে গ্রেপ্তার করি। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট ধারায় উপ-পরিদর্শক জায়েদ আল জাফরী বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করেন।