নীলফামারীতে চাঁদা দাবী,বৃদ্ধাকে ছুরিকাঘাত, সন্ত্রাসীকে আটক করেন স্থানীয়রা

আল-আমিন, নীলফামারীঃ নীলফামারী সদর খোকশাবাড়ী ইউনিয়নের সিংগীমারী গ্রামের ঢাকাইয়া পাড়ার প্রবাসি এরশাদের মার কাছে ৬ লক্ষ টাকা চাঁদা দাবী করেন ওই এলাকার শাহীন আলমের ছেলে বিপ্লব ইসলাম (২০), চাঁদা না পেয়ে ছুরি দিয়ে গলায় ছুরিকাঘাত করার সময় মুখ সহ গাল কেটে যায়। তার চিৎকারে স্খানীয়রা ছুটে এসে পালিয়ে যাওয়ার সময় বিপ্লবকে আটক করে পুলিশে দেয়। এদিকে বৃদ্ধা আয়শা বেগমকে রক্তাত্ত অবস্থায় উদ্ধার করে নীলফামারী হাসপাতালে ভর্তি করান। সে এখন চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে নীলফামারী সদর থানায় মামলা হয়েছে,মামলা নং-২৪০/২৪।
মামলা সূত্রে যানা যায়, ২৫শে আগষ্ট সন্ধায় প্রবাসির মা আয়শা বেগম(৬৫) নিজ শয়ন কক্ষে বিশ্রাম নেন। বাড়ীতে কেউ না থাকায় সন্ত্রাসী বিপ্লব ঘরে ঢুকে বিছানা থেকে টেনে নামিয়ে মেঝেতে ফেলে দিয়ে বুকে বসে গলায় ছুরি লাগিয়ে দেন। ধস্তাধস্তির একপর্যায়ে গাল ও মুখে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আটক করে পুলিশের হাতে দেন। সে এখন জেলা কারাগারে রয়েছে। এ বিষয়ে ভুক্তভোগির ছেলে আব্দুল আজিজ বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। ভুক্তভোগির পরিবার ও স্থানীয়রা সঠিক বিচারের দাবীতে প্রশাসনের দৃষ্টি কামনা করেন।