নীলফামারীতে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেফতার

আল-আমিন, নীলফামারীঃ নীলফামারীতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সক্রিয় সদস্য মোঃ রায়হান আলীকে (১৯) গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। বৃহস্পতিবার (৯ জুন) বিকালে তাকে জেলার জলঢাকা উপজেলার খুটামারা মৌলভীবাজার এলাকা থেকে   গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে উগ্রবাদী কর্মকান্ডে ব্যবহৃত মোবাইল ফোন এবং দুটি সিম কার্ড জব্দ করা হয়। গ্রেফতারের সময়  নেতৃত্ব দেন ঢাকা থেকে অভিযানে আসা অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) এর পুলিশ পরিদর্শক মারগুব তৌহিদ।
সোমবার (১৩ জুন) এন্টি টেররিজম ইউনিটের মিডিয়া এ্যান্ড এ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার মোঃ আসলাম খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গ্রেফতারকৃত রায়হান আলী সামাজিক যোগাযোগ মাধ্যমে জিহাদ এবং রাষ্ট্রবিরোধী পরিকল্পনা করে আসছিল। তার বিরুদ্ধে জলঢাকা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে (মামলা নম্বর ৯)। রায়হান জলঢাকা উপজেলার পশ্চিম খুটামারা  গ্রামের রুহুল আমিনের ছেলে।