
আল-আমিন, নীলফামারীঃ জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ, নীলফামারী সদর উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৪টায় নীলফামারী শহরের চৌরঙ্গী মোড় থেকে এই গণমিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চৌরঙ্গী মোড়েই শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
গণমিছিলে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশে নীলফামারী সদর উপজেলা শাখার সভাপতি হাফেজ মোস্তাকিম বিল্লাহ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অ্যাডভোকেট হাফেজ মাওলানা এম. হাছিবুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি মুহাম্মদ ইয়াছিন আলী, জেলা শাখার সেক্রেটারি মাওলানা আসাদুজ্জামান বিপ্লব,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ।
সমাবেশে বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থান ছিল বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ গণজাগরণ, যেখানে স্বৈরাচারবিরোধী আন্দোলন নতুন গতি পেয়েছিল। সেই ঐতিহাসিক চেতনা ও ত্যাগ আমাদের নতুন প্রজন্মকে ন্যায়ের পক্ষে সোচ্চার হতে উদ্বুদ্ধ করবে।
বক্তারা আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে, জনগণের সম্মিলিত শক্তির মাধ্যমেই দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব। শান্তিপূর্ণ গণআন্দোলনের মাধ্যমেই দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।