নীলফামারীতে জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল

আল-আমিন, নীলফামারীঃ নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক ও স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন ।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর)  দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা খন্দকার ইয়াসির আরেফীনের কাছে মনোনয়নপত্র দাখিল করেন তারা। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ১৭ অক্টোবর নীলফামারী জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মোট চেয়ারম্যান পদে দুইজন , সাধারণ সদস্য পদে ২২ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কথা রয়েছে।
স্বতন্ত্র প্রার্থী  বীর মুক্তিযোদ্ধা  মো. জয়নাল আবেদীন নীলফামারী জেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়াম্যান ও সাবেক প্রশাসক। ২০১৬ সালের ২৮ ডিসেম্বরে অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এ্যাড. মমতাজুল হককে পরাজিত করে বিজয় লাভ করেন বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন । মেয়াদ শেষে তিনি গত ১০ সেপ্টেম্বর পর্যন্ত প্রশাসকের দায়ীত্ব পালন করে। এবারের নির্বাচনে জেলার ৬ টি উপজেলা, ৬০টি ইউনিয়ন পরিষদ ও ৪ টি পৌরসভায় মোট ভোটার ৮৫৮ জন।