
আল-আমিন, নীলফামারীঃ নীলফামারীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুইজনকে রক্তাক্ত করল প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের সুটিপাড়া এলাকার চেয়ারম্যান পাড়ায়। এ ঘটনায় ওই এলাকার মোস্তাকিম ইসলামের ছেলে মোঃ জাহিদ ইসলাম (২৪) ও একই এলাকার আব্দুল সাত্তারের ছেলে সুজন ইসলাম (২১) গুরুতর আহত হয়। ওই দুইজনের উপর আক্রমনকারী অভিযুক্তরা হলেন ওই এলাকার মোঃ আরিফ ইসলাম (১৯), কাইয়ুম ইসলাম (২৫) ও সামসুল ইসলাম ঘোনা। এ ঘটনায় ভুক্তভোগী জাহিদের বাবা মোস্তাকিম থানায় একটি অভিযোগ দায়ের করেন।
জানা যায়, ‘গত ১৩ জানুয়ারী সকাল ১০টায় ওই এলাকার দেশীবাড়ী নামক স্থানে তুচ্ছ ঘটনা নিয়ে অভিযুক্ত ও ভুক্তভোগীদের মধ্যে বাক-বিতন্ডের ঘটে। এসময় অভিযুক্ত কাইয়ুম ইসলাম ভুক্তভোগী জাহিদকে বাশ দিয়ে মারতে লাগলে পরে স্থানীয়রা ছুটে গিয়ে তাদের ছাড়া ছাড়ি করিয়ে দেয়। ওই দিন দুপুর সাড়ে ১২ টায় ওই এলাকা দিয়ে ভুক্তভোগী জাহিদ যাওয়ার সময় অভিযুক্তরা লাঠিসোটা ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমন করে। তার চিৎকারে ভুক্তভোগী সুজন ইসলাম ছুটে আসলে তাকেও অভিযুক্তরা মারতে শুরু করে। এ ঘটনায় জাহিদ ও সুজন উভয়ই গুরুতর আহত হয়।’
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানান,‘ মোঃ আরিফ ইসলাম (১৯), কাইয়ুম ইসলাম (২৫) ও সামসুল ইসলাম ঘোনা হঠাৎ করেই ধারালো অস্ত্র নিয়ে জাহিদের উপর আক্রমন করে। এতে জাহিদের পিঠে ও হাতে ধারলো অস্ত্রের আঘাত লাগে। জাহিদের চিৎকারের সুজন এগিয়ে আসলে তাকেও ধারালো অস্ত্র ও বাশ দিয়ে আঘাত করে। এতে তারা গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে যায়।’
এ ঘটনায় অভিযুক্তদের সাথে কথা বলতে গেলে বাড়ীতে কারো দেখা পাওয়া যায় না। এসময় অভিযুক্তদের দাদি মরিয়ম বেগমের সাথে দেখা হলে তিনি বলেন,‘তারা যা বলছে সম্পুর্ণ মিথ্যা। উল্টো তারাই আমাদের মারতে আসে বলে ঘটনা এড়িয়ে যান।’
এ ঘটনায় অভিযুক্তদের সাথে কথা বলতে গেলে বাড়ীতে কারো দেখা পাওয়া যায় না। এসময় অভিযুক্তদের দাদি মরিয়ম বেগমের সাথে দেখা হলে তিনি বলেন,‘তারা যা বলছে সম্পুর্ণ মিথ্যা। উল্টো তারাই আমাদের মারতে আসে বলে ঘটনা এড়িয়ে যান।’
ভুক্তভোগী জাহিদের বাবা মোস্তাকিম বলেন,‘ তারা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাংস কাটার চাপাতি দিয়ে আঘাত করে। সে গুরুতর আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করি। হাসপাতালে তিন দিন ভর্তি থাকার পর ডাক্তার রিলিজ করে দিয়েছে। আল্লাহর রহমতে একটি সুস্থ্য আছে। আমি এর বিচার চাই।’
জানতে চাইলে নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ আব্দুর রউপ বলেন,‘ অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’