
মহিনুল ইসলাম সুজন,জেলা প্রতিনিধি নীলফামারীঃ-নীলফামারী কিশোরীগঞ্জ উপজেলার দুইটি ফার্মেসীকে ৫০০ করে মোট- ১০০০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার(১৬ই জানুয়ারী) বিকালে ভোক্তা সংরক্ষন আইন অনুযায়ী এই জরিমানা করেন উপজেলা ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলার সহকারী কমিশনার (ভুমি) উত্তম কুমার।
জরিমাকৃত অভিযুক্ত ফার্মেসী দুইটি হলো উপজেলার চাঁদখানা ইউনিয়নের কেল্লাবাড়ী বাজারের শহিদুল ফার্মেসীর মালিক -শহিদুল ইসলাম, ও একই উপজেলা সদরের কামারপাড়াস্থ সৌমী মেডিসিন ষ্টোরের মালিক- জোবেদুল ইসলাম।