
আল-আমিন, নীলফামারীঃ নীলফামারীতে দুই কেজি গাঁজাসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৩, সিপিসি-২।
র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২, নীলফামারীর একটি আভিযানিক দল গত ১৫ এপ্রিল রাতে জেলার নীলফামারী সদর থানাধীন যাদুরহাট এলাকায় অভিযান পরিচালনা করে ০২(দুই) কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী মোঃ জিয়াউর ইসলাম(৪০), পিতা-মৃত নজরুল ইসলাম এবং মোঃ রশিদুল ইসলাম(৩৫), পিতা- মোঃ বাবর আলী, উভয় জেলা- নীলফামারী‘দ্বয়কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আটককৃত মাদক ব্যবসায়ীদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নীলফামারী সদর থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে এবং আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।