
মহিনুল ইসলাম সুজন,ক্রাইমরিপোর্টার নীলফামারীঃঃ র্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের অভিযানে দেড় হাজার পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী যুবক আটক হয়েছে। শুক্রবার দুপুরে জেলার সৈয়দপুর উপজেলা শহরের রংপুর সড়কের হিলি মটরস এলাকা হতে তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবাসায়ী সৈয়দপুর পুরাত বাবুপাড়া মহল্লার মৃত. কাইয়ুমের ছেলে ইকবাল আলম(৩০)।
একই দিনে বিকাল ৩টায় এক প্রেস বিফ্রিংয়ে র্যাব ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবুল কাশেম জানান, রংপুর বিভাগের আট জেলার মধ্যে এটি এ পর্যন্ত সর্বোচ্চ ইয়াবা ট্যাবলেটের চালান ধরা হলো।
র্যাব ক্যাম্পের সহকারী পুলিশ সুপার শাহিনুর কবীর বলেন, গোপন সংবাদ পেয়ে সৈয়দপুর উপজেলা শহরের রংপুর সড়কের হিলি মটরস এলাকায় মাদক ব্যবসায়ী ইকবাল আলমকে দেড় হাজার পিস ইয়াবা সহ আটক করা হয়।
এ ব্যাপারে সৈয়দপুর থানায় র্যাব ক্যাম্পের ডিএডি আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করে আসামীকে উদ্ধারকৃত দেড় হাজার ইয়াবা ট্যাবলেট সহ সৈয়দপুর থানায় সোপর্দ্দ করেন।