
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে র্যাবের অভিযানে দেড় হাজার পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার দুপুর ১২টার দিকে জেলার সৈয়দপুর উপজেলা শহরের রংপুর সড়কের হিলি মটরস এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাদক ব্যবসায়ী সৈয়দপুর পুরাত বাবুপাড়া মহল্লার মৃত কাইয়ুমের ছেলে ইকবাল আলম (৩০)।
বিকেল ৩টায় এক প্রেস বিফ্রিংয়ে এ কথা জানান র্যাব-১৩ কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবুল কাশেম। তিনি বলেন, রংপুর বিভাগের আট জেলার মধ্যে এটিই এ পর্যন্ত সর্বোচ্চ উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের চালান।
র্যাব ক্যাম্পের সহকারী পুলিশ সুপার শাহিনুর কবীর বলেন, গোপনে সংবাদ পেয়ে সৈয়দপুর উপজেলা শহরের রংপুর সড়কের হিলি মটরস এলাকায় মাদক ব্যবসায়ী ইকবাল আলমকে দেড় হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তি গত দেড় বছর ধরে মাদক ব্যবসা করে আসছেন।
সৈয়দপুর থানায় র্যাবের ডিএডি আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে।