
আল-আমিন,নীলফামারীঃবাংলাদেশ টেলিভিশনের আয়োজনে “নতুন কুঁড়ি-২০২৫” প্রতিযোগিতার কার্যকর ও সফল বাস্তবায়ন নিশ্চিত করতে নীলফামারীতে অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় জেলা প্রশাসক বলেন, নতুন কুঁড়ি প্রতিযোগিতা দেশের প্রতিভাবান শিশু-কিশোরদের জন্য একটি অনন্য প্ল্যাটফর্ম। জেলার প্রতিটি উপজেলা পর্যায় থেকে প্রতিযোগীদের সঠিকভাবে বাছাই করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে।
অংশগ্রহণকারীরা বলেন, শিশু-কিশোরদের শিল্প-সাহিত্য, সংগীত, আবৃত্তি, অভিনয় ও নৃত্যচর্চার মাধ্যমে বিকশিত করতে এ প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আয়োজনটি সফল করতে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে সভায় জানানো হয়।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)জ্যোতি বিকাশ চন্দ্র, অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সদর সার্কেল) মোঃ. ফারুক আহমেদসহ আরও অনেকে।