নীলফামারীতে নতুন বই বিতরণ কার্যক্রম শুরু

আল-আমিন,নীলফামারী: প্রতি বছর আনুষ্ঠানিকভাবে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট দফতরসমূহের কর্মকর্তা-কর্মচারির উপস্থিতিতে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বই বিতরণ উদযাপিত হয়ে আসছে। কিন্তু গত দুবছর ধরে বৈশ্বিক মহামারী করোনাভাইরাস পরিস্থিতির কারণে এ বছরও গণসমাবেশ বেতি রেখে সীমিত পরিসরে পহেলা জানুয়ারীতে শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণ শুরু করা হয়েছে।

এবারের শিক্ষাবর্ষে ৪ কোটি ১৭ লাখ ২৬ হাজার ৮৫৬ জন শিক্ষার্থীর মাঝে ৩৪ কোটি ৭০ লাখ ২২ হাজার ১৩০ কপি বই বিনামূল্যে বিতরণ করা হবে। এরমধ্যে নীলফামারীর ডিমলা উপজেলায় প্রাথমিক পর্যায়ে ১ লাখ ৫০ হাজার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হবে।

পহেলা জানুয়ারী ২০২২ শনিবার সকালে ডিমলা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ তবিবুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাবুরহাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ইসমত শুকরিয়া ডায়নার সভাপতিত্বে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দিয়ে এই উৎসবের উদ্বোধন করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসাইন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্রনাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আয়শা সিদ্দীকা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার দাস, সহকারী শিক্ষা অফিসার ফিরজুল ইসলাম।

অনুষ্ঠানে বাবুরহাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসাদুজ্জামান কবীর জুয়েলের স ালনায় স্বাগত বক্তব্য দেন, প্রধান শিক্ষক মোঃ আজিজুল ইসলাম। অনুষ্ঠানে সহকারী শিক্ষক লায়লা আরজুমান, ইসমত সুলতানা শান্তা, মাসুমা জেসমিন, নুজহাৎ নূয়েবা ইসলাম, তহমিনা আক্তার ও মঞ্জুরুল মোরশেদ উপস্থিত ছিলেন।