নীলফামারীতে পান ব্যবসায়ীকে ছুরিকাঘাত !

মহিনুল ইসলাম সুজন, নীলফামারী প্রতিনিধিঃ সোমবার রাতে নীলফামারী শহরের ডালপট্টি এলাকায় জাকির হোসেন (৪৬) নামের এক পান ব্যাবসায়ী ছুরিকাঘাতে গুরুত্বর আহত হয়েছেন। তার পেট ও শরীরের বেশ কয়েক স্থানে এলোপাথারী ছুরিকাঘাত করা হয়। জানা গেছে, শহরের মিশন হাড়োয়া এলাকার কালা মিয়ার ছেলে ডালপট্টি এলাকার পান ব্যবসায়ী জাকির হোসেনকে গভীর রাতে ডালপট্টি এলাকার মিলনপট্টি মোড়ে অজ্ঞাত কয়েকজন আটক করে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে গুরুত্বর অবস্থায় সদর হাসাপালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সদর থানার এসআই হারিছ জানান, ঘটনাটির তদন্ত চলছে। তবে স্থানীয় একটি সূত্র জানায়, পূর্বের কোন ঘটনাকে কেন্দ্র করে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে থাকতে পারে।