নীলফামারীতে পালিত হলো আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী

আল-আমিন , নীলফামারী : নীলফামারীতে বন্যার্ঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে পালিত হলো আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী।
বৃহস্পতিবার ২৩ জুন নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ এবং সাধারণ সম্পাদক  এ্যাডভোকেট মমতাজুল হকের নেতৃত্বে একটি আনন্দ র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে এসে সমবেত হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন এ্যাডভোকেট মমতাজুল হক। এসময় উপস্থিত ছিলেন  সদর উপজেলা সভাপতি আবুজার রহমান, সাধারন সম্পাদক  ওয়াদুদ রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মোশফিকুল ইসলাম রিন্টু, সাধারন সম্পাদক আরিফ হোসেন মুন, জেলা তাতীলীগের সভাপতি দেওয়ান সেলিম আহমেদ, সাধারন সম্পাদক এ্যাড.  জামিল আহমেদ, জেলা কৃষক লীগের আহবায়ক ইয়াহিয়া আবিদ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।