মহিনুল ইসলাম সুজন,জেলা প্রতিনিধি নীলফামারী ঃঃ- নীলফামারীতে পিকআপ ভ্যান চাপায় চঞ্চল রায় (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এতে আহত হয়েছে তার সহপাঠী রতন কুমার রায়।
রোববার (০৪ সেপ্টেম্বর) বিকেলে নীলফামারী-ডোমার সড়কের শুকান দিঘি মিলের পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চঞ্চল সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের কিসামত ভুটিয়ান গ্রামের চিত্ত রঞ্জন রায়ের ছেলে। আহত রতন একই গ্রামের অলোকান্ত রায়ের ছেলে। তারা পলাশবাড়ী পরশমনি দ্বি-মুখি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র।
পুলিশ সূত্র জানায়, বিকেলে দুই বন্ধু স্কুল থেকে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিল। পথে শুকান দিঘি মিলের পাড় এলাকায় এলে পেছন থেকে একটি পিকআপ ভ্যান তাদের চাপা দেয়। এতে গুরুতর আহত হয় তারা। এ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই চঞ্চল মারা যায়।
নীলফামারী সদর থানার এস আই মফিজুল হক জানান, পিকআপ ভ্যানসহ চালক আতাউর রহমানকে আটক করা হয়েছে।