নীলফামারীতে  পিটিয়ে হত্যার চাঞ্চল্যকর  ঘটনার  অন্যতম প্রধান আসামী গ্রেফতার 

আল-আমিন, নীলফামারীঃ নীলফামারীর কিশোরগঞ্জে সুপারি গাছ কাটাকে কেন্দ্র করে পিটিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনার  অন্যতম প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩।
মিডিয়া অধিনায়কের পক্ষে ফ্লাইট লেফটেন্যান্ট সিনিঃ সহকারী পরিচালক মাহমুদ বশির আহমেদ জানান, গত ১ অক্টোবর  নীলফামারীর কিশোরগঞ্জ থানার দক্ষিণ বাহাগিলী গ্রামে সুপারি গাছ কেটে
ক্যানেল তৈরিকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে দরিদ্র কৃষক সুধীরচন্দ্র রায়কে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। উক্ত ঘটনাটি  সমগ্র নীলফামারী জেলায় ব্যাপক চাঞ্চল্যের সুষ্টি করে। এর পরিপ্রেক্ষিতে র‍্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্প ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে  ১৪ অক্টোবর  র‍্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল  হত্যা মামলার অন্যতম প্রধান আসামী অমল চন্দ্র রায় ওরফে ভেকু (২৩)কে রংপুর জেলার গঙ্গাচড়া থানার নোহালী ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ ফোটামাটি গ্রামে আসামীর আত্নীয়ের বাড়িতে আত্নগোপনরত অবস্থায় গ্রেফতার করে।
গ্রফতারকৃতের বাড়ী নীলফামারীর কিশোরগন্জ থানার দক্ষিণ বাহাগিলী (নেতার বাজার) গ্রামের – তেলেঙ্গা রায়, এর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আসামী উক্ত হত্যাকান্ডের সাথে তার সম্পৃক্ততা স্বীকার করে। আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।