আল-আমিন,নীলফামারীঃ নীলফামারীতে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স (২০২৪)অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আয়োজনে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন,চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন নবাগত জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম,জেল সুপার,মোঃ রফিকুল ইসলাম,সিভিল সার্জন ডাঃ মোঃ হাসিবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন, বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটবৃন্দ ও বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটবৃন্দ, পারিবারিক আদালতের বিজ্ঞ বিচারক(সহকারী জজ, নীলফামারী সদর), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নীলফামারী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক এর প্রতিনিধি, নীলফামারী বার অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক,পাবলিক প্রসিকিউটর, সিআইডি, প্রবেশন অফিসার ও সরকারি অন্যান্য কর্মকর্তা বৃন্দসহ নীলফামারী সকল থানার অফিসার – ইন- চার্জবৃন্দ।
সভাপতির বক্তব্যে উক্ত কনফারেন্সে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম বিভিন্ন দিক নির্দেশনামুলক বক্তব্য দেন।