
আল-আমিন,নীলফামারীঃ নীলফামারীতে পূর্ব শত্রুতার জেরে দু’জন নিরীহ মানুষকে ভুয়া ডিবি পুলিশ বানিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ দুলাল মিয়া (৪৬) ও মোঃ ফারুক হোসেন (৪৫) এর পরিবার অভিযোগ করেছেন, এলাকার কুখ্যাত থাই লটারি ও ভিসা প্রতারক তারিকুল ইসলাম পরিকল্পিতভাবে এ নাটক সাজিয়েছেন।
ভুক্তভোগী দুলালের স্ত্রী জানান, গত ৯ আগস্ট কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়া অচিনারডাঙ্গা কমিউনিটি ক্লিনিকের সামনে তার স্বামীকে ফোন করে ডেকে নেয় তারিকুল। এরপর জোরপূর্বক মারধর করে ভুয়া ডিবি সাজিয়ে স্বীকারোক্তি আদায় করে এবং পরে তাদের পুলিশে দেয়।
দুলালের স্ত্রী বলেন, “আমার স্বামী একজন সাধারণ ইলেকট্রনিক মিস্ত্রি। কোনো অপরাধের সঙ্গে তার সম্পৃক্ততা নেই। পূর্বের শত্রুতার জের ধরে তারিকুল তাদের নামে এই মিথ্যা মামলায় দিয়েছে।
একই দাবি করেন ফারুক হোসেনের পরিবারও। তাদের অভিযোগ, নির্দোষ দুইজনকে চাঁদাবাজির নাটক সাজিয়ে ফাঁসানোর চেষ্টা করেছে তারিকুল।
স্থানীয় বাসিন্দারা জানান, তারিকুল ইসলাম এলাকায় দীর্ঘদিন ধরে প্রতারণার সঙ্গে জড়িত। ভুয়া ডিবি বানিয়ে মানুষকে ভয়ভীতি দেখানো, চাঁদা দাবি করা এবং প্রতারণার অভিযোগ তার বিরুদ্ধে নতুন নয়।
এ বিষয়ে কাশিরাম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আজিজুল ইসলাম বলেন, “আমাদের এলাকায় তারিকুলের নামে নানা প্রতারণার অভিযোগ রয়েছে। নিরীহ মানুষকে হয়রানি করা তার পুরনো অভ্যাস।”
এদিকে, সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুম রেজা একটি প্রত্যয়ন প্রদান করেছেন। তিনি লিখিতভাবে উল্লেখ করেছেন, দুলাল মিয়া ও ফারুক হোসেন কোনো ধরণের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত নন।
ঘটনার বিষয়ে অভিযুক্ত তারিকুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি বিষয়টি কৌশলে এড়িয়ে যান। জানতে চাইলে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ বলেন, আমি নতুন এসেছি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।