নীলফামারীতে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতার বিরুদ্ধে মামলা দায়ের

মাদকাসেবী ছেলেকে হত্যা করলো বাবা

মহিনুল ইসলাম সুজন,জেলা প্রতিনিধি নীলফামারীঃঃ– ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে বিএনপি নেতা তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে পাঁচ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে নীলফামারী পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও একাত্তরের ঘাতক দালা নির্মল কমিটির নীলফামারী জেলার সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহীদুল ইসলাম বাদী হয়ে সদর আমলী আদালতে এ মামলাটি দায়ের করেন।
এ মামলার বাদী জানান, সদর আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আকরাম হোসেন ৫০১ ও ৫০২ ধারায় মামলাটি গ্রহণ করেন।