নীলফামারীতে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আল-আমিন, নীলফামারী: নীলফামারী চওড়া বড়গাছা উচ্চ বিদ্যালয়ে অর্থ আত্বস্বাতকারী, নিয়োগ বাণিজ্য, শিক্ষক-শিক্ষিকাদের উপর অত্যাচারকারী, ছাত্রীদের পর্দা নিষিদ্ধকারী, স্বেচ্ছাচারীতাকারী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরোধীতাকারী, প্রতিবাদীদের ষড়যন্ত্রকারী ঘোষণা করে স্বৈরাচারী মনোভাব প্রকাশ করায় ও অবৈধ ভাবে নিয়োগকৃত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ কুমার রায়ের পদত্যাগ চাই, করতে হবে এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।
শুক্রবার(২৩ আগষ্ট) বিকালে বিদ্যালয়ের সামনে প্রাক্তন-বর্তমান ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ ও এলাকাবাসীর আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।
এসময় বক্তব্য রাখেন, আলহাজ্ব মোহাম্মদ নূরউদ্দিন নুর, মো: রবিউল ইসলাম, মোস্তাকুর রহমান, মোঃ আফাজ উদ্দিন, মো: আজাহারুল ইসলাম, মন্জুরুল ইসলাম, মন্থাজুল ইসলাম মন্থা, মোঃ ইয়াসমিন আলী সহ আরো অনেকে।