মহিনুল ইসলাম সুজন,ক্রাইমরিপোর্টার নীলফামারী।।নীলফামারীর সৈয়দপুর উপজেলায় পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ২০০ বোতল ফেনসিডিলসহ ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শহরের রেলওয়ে হাসপাতালের সামনে থেকে আজ রোববার (২৮ আগস্ট) ভোরে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত যুবকরা হলেন, উপজেলা শহরের নতুন বাবুপাড়ার মকছুদ আলমের ছেলে পিকআপ ভ্যানের চালক রাজু (২৭) ও দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার মোক্তারপুর গ্রামের জাকারিয়া ওরফে জাকির হোসেনের ছেলে রেজোয়ান (২২)।
গোলাহাট পুলিশ ফাঁড়ির এসআই তোফায়েল আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে শহরের রেলওয়ে হাসপাতালের সামনে থেকে হলুদ রংয়ের একটি পিকআপ ভ্যান আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে গাড়িটির কেবিনে রাখা স্কুল ব্যাগ থেকে ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে রাজু ও রেজোয়ানকে গ্রেফতার করা হয়।
সৈয়দপুর থানার ওসি আমিরুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।