নীলফামারীতে-বালু দিয়ে বিদ্যালয়ের মাঠ ভরাট,কোমলমতি শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ!

মহিনুল ইসলাম সুজন,জেলা নীলফামারী প্রতিনিধিঃ-নীলফামারী সদর উপজেলার চওড়া ইউনিয়নের আরাজি দলুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠটি মাটির পরিবর্তে বালু দিয়ে ভরাট করায় কোমলমতি শিক্ষার্থীদের খেলাধুলায় চরম ব্যাঘাত ঘটছে।মঙ্গলবার সরজমিনে গিয়ে দেখা যায়,বিদ্যালয়ের ৫শিক্ষকের মধ্যে রয়েছে মাত্র দুজন। সহকারী শিক্ষক ললিতা রানী রায় জানায়,প্রধান শিক্ষক নাছিরুল ইসলাম ও এক সহকারী শিক্ষক রাজকুমার রায় রয়েছে পিইসি পরীক্ষার ডিউটিতে। অপর এক শিক্ষক রয়েছে ডেপুটিশনে। ক্লাশে রয়েছেন সহকারী শিক্ষক ললিতা রানী রায় ও ছবি রানী রায়। টিফিনের সময় ছবি রানী রায় তার ভাইয়ের মটর সাইকেলে চড়ে বাড়ীতে চলে যান। বিদ্যালয়ের মাঠে বালু ভর্তি থাকায় কোমলমতি ছেলে শিক্ষার্থীরা খেলা করছেন রাস্তায়। আর মেয়ে শিক্ষার্থীরা খেলছে বাঁশঝাড়ের নিচে। বিদ্যালয়ের মাঠটি বালু দিয়ে ভরাট করা। শিক্ষার্থীরা জানায় গত ৬ মাস যাবত আমাদের খেলার মাঠটি বন্ধ রয়েছে। তাই খেলাধুলা করতে পারছিনা। খেলাধুলা ও পিটি করতে গেলে শরীর ও জামা-কাপর ধুলোয় একাকার হয়ে যায়। এছারা বিদ্যালয়ে নেই কোন খেলার সামগ্রী। থেমে গেছে শিশুদের শরীর চর্চা। প্রতিটি বিদ্যালয়ে পরিস্কার/পরিছন্নতা বিষয়ে জ্ঞান দেয়া হলেও এ বিদ্যালয়ে নোংরা পরিবেশের কারনে শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিরুল ইসলাম মোবাইলফোনে এ প্রতিবেদককে জানায়, মন্ত্রী সাহেবের বিশেষ বরাদ্দের মাধ্যমে ৮মেঃটন চালের বরাদ্দ পেয়েছি। তা দিয়ে বিদ্যালয়ে সোলার প্যানেল লাগিয়েছি এবং মাঠ ভরাট করেছি। বিদ্যালয় মাঠে মাটির পরিবর্তে বালু দেয়া হয়েছে কেন? জানতে চাইলে তিনি বলেন অল্পদিনের মধ্যে সেখানে ঘাঁশ গজাবে। কিন্তু বাস্তব অবস্থা এমন যে,সেখানে আগামী দু/তিন বছরেও ঘাঁশ গজানোর কোন সম্ভাবনা নেই। এ ব্যাপারে ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার শরিফুল ইসলাম জানায়,বিষয়টি আমার জানা নেই।তদন্ত করে প্রয়োজনীও পদক্ষেপ গ্রহন করা হবে।