নীলফামারীতে বিচার সংস্কার গনপরিষদ নির্বাচন নতুন সংবিধানের দাবিতে আলোচনা সভা

আল-আমিন,  নীলফামারীঃ বিচার সংস্কার গণপরিষদ নির্বাচন নতুন সংবিধানের দাবিতে নীলফামারীতে জাতীয় নাগরিক কমিটি ( এনসিপির) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১আগষ্ট) বিকেলে নীলফামারী শিল্পকলা একাডেমিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নীলফামারী জেলা শাখার আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নীলফামারী জেলা শাখার প্রধান সমন্বয়কারী মোহাম্মদ আব্দুল মজিদ এর সভাপতিত্বে ও  সদস্য আখতারুজ্জামান খান এর সঞ্চালনা প্রধান  আলোচক হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সংগঠক আবু সাঈদ লিয়ন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নীলফামারী জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী মোহাইমিনুর রহমান সানা। এসময়  বৈষম্য বিরোধী  ছাত্র আন্দোলনের নীলফামারী জেলা শাখার সাবেক আহবায়ক মেহেদী হাসান আশিক ও  সদস্য সচিব আলিফ সিদ্দিকী প্রান্তর সহ নীলফামারী জেলার বিভিন্ন উপজেলা  থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)  নেতাকর্মী উপস্থিত ছিলেন।