
আল-আমিন, নীলফামারীঃ নীলফামারীতে বিশেষ অভিযান পরিচলনা করে বিভিন্ন মামলার ১১জন আসামিকে গ্রেফতার করেছে সদর থানার পুলিশ।
মঙ্গলবার ২মে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার, নীলফামারী সার্কেল ও অফিসার ইনচার্জ এবং পুলিশ পরিদর্শক (অপঃ) নেতৃত্বে নীলফামারী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সাজা পরোয়ানা ভূক্ত আসামী ০২ জন, ওয়ারেন্ট ভূক্ত আসামী ০৮ জন এবং নিয়মিত মামলার আসামী ০১জনসহ সর্বমোট ১১ জন আসামীকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।