
আল-আমিন,নীলফামারীঃ নীলফামারীতে বিশ্ব পর্যটন দিবস – ২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ২৭ সেপ্টেম্বর ) জেলা প্রশাসক কার্যালয় হাতে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।
নীলফামারী ট্যুরিশ পুলিশ পরিদর্শক (নিঃ) মুশফিকুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী তথ্য অফিসার মোঃ কবির উদ্দিনএসময় উপস্থিত ছিলেন, ট্যুরিশ পুলিশের এস আই মোঃ ফারুক হোসেন,এস আই শহিদুল ইসলাম, জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আল-আমিনসহ আরও অনেকে।