নীলফামারীতে  বেপজার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

আল-আমিন,নীলফামারীঃ উত্তরা ইপিজেড, বেপজার উদ্যোগে নীলফামারীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা ইপিজেড মাঠে বেপজার নির্বাহী চেয়ারম্যান  মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি, এমফিল এর আন্তরিক সহযোগিতায় উত্তর জনপদের দুস্থ ও শীতার্ত  মানুষের জন্য মানবিক কর্মসূচি অংশ হিসেবে উত্তরা ইপিজেড সংলগ্ন  এলাকার  ৩শ দুস্থ শীতার্ত  মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণের সময় উত্তরা ইপিজেডর নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার বলেন, শীত মৌসুমে এই এলাকার দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবের জন্য কম্বল বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্থানীয়রা বেপজার এ উদ্যোগকে মানবিক ও সময়োপযোগী বলে মন্তব্য করেছেন। এ সময় উত্তরা ইপিজেডের সকল বিভাগের উধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।