
আল-আমিন,নীলফামারীঃ নীলফামারী জেলা কারাগার হতে যাবজ্জীবন সাজাভোগ শেষে মুক্তিপ্রাপ্ত বন্দী বূদাড়ু মাহমুদকে ইলেকট্রিক ভ্যান প্রদান করা হয়েছে । অপরাধী সংশোধন ও পূর্ণবাসন সমিতি, সমাজসেবা অধিদপ্তর, নীলফামারী ও নীলফামারী জেলা কারাগরের আয়োজনে ইলেকট্রিক ভ্যান প্রদান করা হয়।নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান মুক্তিপ্রাপ্ত বন্দীর হাতে ইলেকট্রিক ভ্যানের চাবি হস্তান্তর করেন।এ সময় উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা কারাগারের জেল সুপার রফিকুল ইসলাম ,সমাজসেবা বিভাগের প্রবেশন কর্মকর্তা ফরহাদ হোসেন প্রমুখ।