নীলফামারীতে রফিকুল হত্যার প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩ 

আল-আমিন, নীলফামারীঃ নীলফামারী ডোমার উপজেলার রফিকুল ইসলামকে হত্যা মামলার অন্যতম প্রধান আসামী বিটুল ইসলাম কে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১৩, সিপিসি-২। 
র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২, নীলফামারীর একটি চৌকস আভিযানিক দল অদ্য ২৮এপ্রিল ২১.১০ ঘটিকার সময় পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানাধীন টেপ্রীগঞ্জ ইউনিয়নের অন্তর্গত মিলন বাজার এলাকা থেকে নীলফামারী জেলার মৃত রফিকুল ইসলাম হত্যা মামলার পলাতক অন্যতম প্রধান আসামী মোঃ বিটুল ইসলাম(৪৭)কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ডোমার থানায় গত ২৪/০৪/২০২৩ খ্রিঃ একটি হত্যা মামলা রুজু হয় যার মামলা নং-১৩।
জানাযায় বিটুল ইসলাম(৪৭) এর সাথে তার সহোদর ভাই রফিকুল ইসলামের জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে দির্ঘদিন দ্বন্দ্ব ছিলো। দ্বন্দ্ব চলামান থাকা অবস্থায় গত ২৩/০৪/২০২৩ খ্রিঃ সন্ধায় তাদের মধ্যে বাক বিতন্ডা শুরু হয় যা এক পর্যায়ে বৃহদাকার গোলমাল এর সৃষ্টি হয়। উক্ত গোলমালের মধ্যে পড়ে মোঃ বিটুল ইসলাম(৪৭) এর পক্ষ্যের লোকের আঘাতে মোঃ রফিকুল ইসলাম প্রাণ হারান। ঘটনার প্রেক্ষিতে পরবর্তী দিন ডোমার থানায় একটি হত্যা মামলা রুজু হয় এবং উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা এজাহারভূক্ত আসামীগণকে গ্রেফতারের জন্য র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের সহায়তা কামনা করেন। ঘটনা পরবর্তী সময় হতে র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্প ছায়া তদন্ত শুর করে এবং পাশাপাশি এজাহারে উল্লিখিত আসমীগণকে গ্রেফতারের উদ্দেশ্যে তৎপরতা শুরু করে সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল। সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের কৌশলি তৎপরতার নিরিখে অদ্য ২৮/০৪/২০২৩ খ্রিঃ পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানাধীন টেপ্রীগঞ্জ ইউনিয়নের অন্তর্গত মিলন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার অন্যতম প্রধান আসামী মোঃ বিটুল ইসলাম(৪৭), পিতা- মৃত লুৎফর রহমান, সাং-গোসাইগঞ্জ(শিমুলতলী), থানা-ডোমার, জেলা-নীলফামারী,কে গ্রেফতার করতে সক্ষম হয়।
  গ্রেফতারকৃত আসামী মৃত রফিকুল ইসলাম‘কে হত্যার কথা স্বীকার করে। ধৃত আসামী’কে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য নীলফামরী জেলায় ডোমার থানায় হস্তান্তর করা হয়েছে।