নীলফামারীতে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ গ্রেফতার -২

আল-আমিন,নীলফামারীঃ নীলফামারীতে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিলসহ দুজন কে গ্রেফতার করেছে র‌্যাব।
 র‌্যাব-১৩, সিপিসি-২, এর নীলফামারী ক্যাম্পের একটি টহল দল শুক্রবার (৭ নভেম্বর)  রাতে,নীলফামারী সদরের নীলফামারী-সৈয়দপুর মহাসড়কের পিলার বাজার রাফি অটো রাইস মিলের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট বসিয়ে আসামিদের ব্যবহৃত অটোরিক্সা তল্লাশি করে চালক এবং যাত্রীর সিটের নিচে প্লাস্টিকের বস্তার মধ্যে থাকা ১৮৮ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী  মোঃ মনছুর আলী (৩৮), পিতা-মৃত ওলিয়ার রহমান, সাং-দক্ষিণ কেতকীবাড়ী (শান্তিনগর) ও  ফজলুল হক (৬৫), পিতা-মৃত নুরুল হক, সাং- উত্তর গোমনাতী (মাঝিয়ালী), উভয় থানা-ডোমার।তাদের গ্রেফতার করে।
অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত প্রেসরিলিসে প্রাথমিকভাবে জানা যায় যে, দীর্ঘদিন ধরে  আসামিরা অত্যন্ত কৌশলে ফেনসিডিল ও ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্যের ব্যবসা করে আসছিলো। তারা অভিনব কায়দায় বিভিন্ন জেলা -উপজেলায় মাদক বিক্রি  করে থাকেন।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্থান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।