নীলফামারীতে লাঠি’র আঘাতে গৃহবধুর মুত্যুর ঘটনায় দুই জন আটক

আল-আমিন,নীলফামারীঃ নীলফামারীতে জমি-জমা সংক্রান্ত বিরোধে বড়ভাই আফজাল হোসেনের বাঁশের লাঠি’র আঘাতে ছোটভাই জয়নাল আবেদীনের স্ত্রী রাকিবা আকতারের মৃত্যুর ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। শনিবার (৬ মে) এ তথ্য জানান নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মুক্তারুল আলম।
তিনি জানান,’ গতকাল শুক্রবার দুপুরে নীলফামারী সদর উপজেলা’র গোড়গ্রাম ইউনিয়নে’র দলবাড়ী গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে ঘাতক জয়নালের বাবা মফিজ উদ্দিন ও জয়নালের স্ত্রী ইয়াজমিন কে আটক করেছে পুলিশ।’
তিনি বলেন,’ এ ঘটনায় নীলফামারী সদর থানায় ৪জনের বিরুদ্ধে অভিয়োগ এনে নিহতের বড়ভাই এরশাদ আলী একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায়  দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।