নীলফামারীতে শিক্ষার্থীদের মেধা বিকাশে প্রধান শিক্ষকের ব্যতিক্রমী উদ্যোগ 

আল-আমিন, নীলফামারী: শিক্ষার্থীদের মেধা বিকাশ আর ঝরেপরা শিক্ষার্থীদের স্কুলমুখী করতে বিদ্যালয়ের পুরো বিল্ডিংই রং তুলিতে মাধ্যমে পাঠ্য বইয়ের বিভিন্ন বর্ণে অঙ্কিত করে সাজিয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কোবাদ আলী। 
সরকারী বিদ্যালয়ে প্রধান শিক্ষকের এ ব্যতিক্রমী উদ্যোগের ফলে মাঘের এই কনকনে শীতেও আনন্দের সাথে বিদ্যালয়ে এসে অধ্যায়ন করছে কোমলমতি শিক্ষার্থীরা।
শুধু তাই নয়, ঝরেপরা শিক্ষার্থীদের পুনরায় স্কুলমুখী করতে ভর্তি ক্যাম্পেইন সহ নানা আয়োজন করেন তিনি। প্রধান শিক্ষকের এ ব্যতিক্রমী উদ্যোগের খবর পেয়ে বিদ্যালয়টিতে পরিদর্শনে যান জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম পরিদর্শণ শেষে প্রধান শিক্ষকের ব্যতিক্রমী উদ্যোগ গুলোকে সাধুবাদ জেলা প্রশাসক।
পশ্চিম পঞ্চপুকুর জামতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত শিক্ষক-শিক্ষিকাগণ বলছেন, শুধু মাত্র বেতনের জন্যই নয়, নিজেদের অর্জিত শিক্ষাকে কাজে লাগিয়ে কোমলমতি শিশুদের মেধা বিকাশে নিরলস ভাবে কাজ করছেন তাঁরা। প্রত্যন্ত এলাকায় এ বিদ্যালয়টি স্থাপিত হলেও, এটি একটি মডেল স্কুলে পরিনত করার প্রয়াস তাঁদের।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কোবাদ আলী জানান, “জেলা শহরের প্রত্যন্ত অঞ্চলে  পশ্চিম পঞ্চপুকুর সরকারী প্রাথমিক বিদ্যালয়টিতে আমি গত সাত বছর ধরে এ প্রতিষ্ঠানের প্রধান হিসেবে কাজ কর্মরত আছি। প্রতিষ্ঠানটির বর্তমান ও সাবেক সভাপতিসহ অন্যান্যরা অনেকটা আন্তরিক। তাই প্রত্যন্ত অঞ্চল হলেও, অন্যান্য শিক্ষকগণসহ সকলের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় এটি একটি মডেল স্কুলে পরিনত করার মানসিকতা নিয়েই এখানে কাজ করছি”।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, কুমারেশ চন্দ্র গাছি বলেন, “জেলার প্রায় ১হাজারটি সরকারী প্রাথমিক বিদ্যালয়। তবে, কোমলমনি শিক্ষার্থীদের মেধার বিকাশ আর ঝরেপরা শিক্ষার্থীদের স্কুলমুখী করতে পশ্চিম পঞ্চপুকুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনেক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন। যা নিত্যান্তই প্রশংসনীয়” আগামীতে জেলার প্রতিটি বিদ্যালয় এরকম ব্যতিক্রমী আয়োজন যেন করা হয় সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
 গনমাধ্যম কর্মীরা জানতে চাইলে, নীলফামারী জেলা প্রশাসক, মোহাম্মদ নায়িরুজ্জামান, বলেন, ”এ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. কোবাদ আলী শিশুদের মেধা বিকাশ আর ঝরেপরা শিক্ষার্থীদের স্কুলমুখী করতে বেশ কিছু ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। আমি তাঁকে অভিনন্দন জানাই”।