নীলফামারীতে সেনাবাহিনীর নিরাপত্তায় সনাতনীদের উল্টো রথযাত্রা পালিত

আল-আমিন, নীলফামারী: নীলফামারীতে সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় সনাতনীদের ধর্মীয় রথযাত্রা উৎসব শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।
নীলফামারীর রথযাত্রাটি শ্রী শ্রী জগন্নাথদের ইসকন মন্দির ও শ্রী শ্রী শিব মন্দির থেকে বের হয়ে ডালপট্টি,বড় বাজার,চৌরঙ্গী মোড় ও ডিসির মোড় প্রদক্ষিণ করে। এতে নের্তৃত্বে ছিলেন,প্রভুপাদ প্রজ্ঞা চৈতন্যদাস ব্রহ্মচারী ও তিমির কুমার বর্মন। এতে লোক সমাগম হয় প্রায় তিন হাজার।
এদিকে নীলফামারীর সৈয়দপুরে সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাতদেবের উল্টো রথযাত্রা পালিত হয়েছে। ৫ জুলাই শেরে বাংলা সড়কে শ্রী শ্রী বিষ্ণ মন্দির ও সৈয়দপুর কেন্দ্রীয় দুর্গা মন্দির থেকে বের হয়ে রথযাত্রাটি শেরে বাংলা সড়ক,জিআরপি মোড়,শহীদ ডাঃ জিকরুল হক সড়ক প্রদক্ষিণ করে। এতে নের্তৃত্ব দেন রথযাত্রা কমিটির নেতা প্রনবেশ গোস্বামী ও সুমিত কুমার আগরওয়ালা নিক্কি। তারা বলেন, সমাবেশে প্রায় দুই হাজার লোকের সমাগম হয়।
উল্লেখ্য, সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় নীলফামারী ও সৈয়দপুরে হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা গত শুক্রবার আষাঢ় মাসের দ্বিতীয় তিথিতে শুরু হয়েছিল। নীলফামারী সেনা ক্যাম্পের কর্মকর্তা লেফট্যানেন্ট জাছের বলেন, সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় অত্যন্ত সুষ্ঠুভাবে কোন প্রকার বিশৃংখলা ছাড়াই রথযাত্রা উৎসব সম্পন্ন হয়।