নীলফামারীতে সেনা অভিযানে জালিয়াতি চক্রের হোতা গ্রেফতার 

আল-আমিন, নীলফামারী: নীলফামারীতে সেনা অভিযানে সুদ ব্যবসায়ি ও বিভিন্ন জালিয়াতি চক্রের হোতা শাহজাহান মিয়া গ্রেফতার।
১৭ জুলাই রাতে ডোমারের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এলাকাবাসির বিভিন্ন অভিযোগ পেয়ে তার বাসায় অভিযান পরিচালনা করা হয়। ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির নীলফামারী আর্মি ক্যাম্প থেকে সিনিয়র ওয়ারেন্ট অফিসার রওশন আলী এতে নের্তৃত্ব দেন।
যৌথ।অভিযান চলাকালে ওই ব্যক্তির ঘর তল্লাশি করে  অনেকগুলো ফাঁকা স্ট্যাম্প,ফাকা চেক ও বেশ কিছু জাতীয় পরিচয় পত্র পাওয়া যায়।
জানা যায় যে ওই ব্যক্তি এলাকার বিভিন্ন লোকের কাছে সুদের বিনিময়ে টাকা দেয়।  টাকা দেওয়ার সময় লোকজনের কাছ থেকে ফাকা স্ট্যাম্প, চেক ও ন্যাশনাল আইডি কার্ড জমা নেয়।  পরবর্তীতে টাকা লেন দেনে সমস্যা হলে ফাকা স্ট্যাম্পে তার ইচ্ছা মত টাকা বসানো হয়। সে এ ধরনের কার্যক্রম করে এলাকার অনেক মানুষকে সর্বশান্ত করেছে।
 বাড়িতে অভিযান চলাকালীন সময ওই ব্যক্তি সেনাবাহিনীর সাথে খুব খারাপ আচরণ করে এবং অস্ত্র ও ম্যাগাজিন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাড়ির গেট বন্ধ করে সেনাবাহিনীর উপর আক্রমণ করার আদেশ দেয়। গ্রেফতারের পর তাকে ডোমার থানায় হস্তান্তর করা হয়।
ডোমার থানার অফিসার ইনচার্জ ওসি আরিফুর ইসলাম জানান,আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।