
আল-আমিন , নীলফামারীঃ নিম্নমানের নির্মান সামগ্রী দিয়ে সৈয়দপুর স্মৃতি সৌধের গার্ডওয়াল নির্মাণ করায় তা গুঁড়িয়ে দিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিম হুসাইন।গতকাল ২৬ আগষ্ট বিকালে গার্ড ওয়াল নির্মান কালে তা গুড়িয়ে দেয়া হয়।
২০২১/২০২২ অর্থ বছরে নীলফামারীর সৈয়দপুর স্মৃতি সৌধের গার্ড ওয়াল ও সড়ক নির্মানের ব্যয় ধরা হয় ৬ লাখ ৯৯ হাজার টাকা।
গার্ড ওয়ালে সিইএম২/ এএম- ওপিসি সিমেন্ট, ০.৮ এফএম ফিলিং বালু, এক নম্বর ইট ও এক বস্তা সিমেন্টের সাথে ৬ বস্তা বালু মিশ্রন করতে হবে। কিন্তু সেটা না করে আলিফ এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী সবুজ মিয়া ২৬ আগষ্ট শুক্রবার বিকালে তড়িঘড়ি করে কম দামি সিমেন্ট, নিম্নমানের বালুও ২ নম্বর ইট দিয়ে গার্ডওয়াল নির্মাণ করছিলেন এলাকা বাসীর সংবাদের ভিত্তিতে ঘটনার সত্যতা পায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিম হুসাইন।ঘটনাস্থলে জনসম্মুখে সেটি ভেঙে দেন।
আলিফ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সবুজ জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইন্জিনিয়ারের উপস্থিতিতেই ইট, বালু ও সিমেন্ট আনা হয়েছিল। ওই সময় কেউই প্রতিবাদ করেননি।
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিম হুসাইন বলেন,সিডিউল ও ইষ্টিমিটের বাইরে কাজ করা হলে তা গুড়িয়ে দেয়া হবেই। দুর্নীতি বাজদের কোন ছাড় দেয়া হবে না।