মহিনুল ইসলাম সুজন,জেলা প্রতিনিধি নীলফামারীঃ– আগামী ২৮শে ডিসেম্বরের জেলা পরিষদ নির্বাচনে দাখিলকৃত প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন রবিবারে (১১ ডিসেম্বর) ১০ জন ওয়াড কাউন্সিলর প্রাথী তাদের নিজ মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
তবে চেয়ারম্যান পদে ২ জন ও সংরক্ষিত নারী আসনের ১৭ জন প্রাথীর মধ্যে কেউ মনোনয়ন পত্র প্রত্যাহার করেননি।এখানে বিনা প্রতিদ্বন্দীতায় কোন প্রার্থীরও নির্বাচিত হবার কোনো সু-খবর জানা যায়নি।
নীলফামারী জেলা পরিষদের নির্বাচনের সহকারী রিটার্রিং অফিসার জিলহাজ উদ্দিন জানান, রবিবার (১১ইডিসেম্বর)মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন বিকাল ৫টা পর্যন্ত ১০ জন তাদের স্ব-স্ব মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
তাদের মধ্যে- ২ নম্বর ওয়াডের ৮জন প্রার্থীর মধ্যে দুই জন (আব্দুল মালেক ও শাহজাহান সিরাজ) ৩ নম্বর ওয়াডে ৩ জন প্রার্থীর মধ্যে একজন (মোফাখারুল ইসলাম),-৫ নম্বর ওয়াডে ৬ জন প্রার্থীর মধ্যে- ১জন (জয়নাল আবেদীন), ৮ নম্বর ওয়াডে ৭ জন প্রার্থীর মধ্যে (তপন কুমার রায়),-৯ নম্বর ওয়াডে ৫ জন প্রার্থীর মধ্যে দুই জন (শৈলেন্দ্র নাথ রায় ও আনিছুল রহমান)- ১১ নম্বর ওয়াডে ৫ জন প্রার্থীর মধ্যে এক জন (শরিফুল ইসলাম)- ১২ নম্বর ওয়াডে ৫ জন প্রার্থীর মধ্যে ১ জন (সরকার মোঃ কবীর উদ্দিন)-১৫ নম্বর ওয়াডে ৭জন প্রার্থীর মধ্যে একজন (রাশেদুজ্জামান জামাল)।
গত ১লা ডিসেম্বর চেয়ারম্যান পদে দুইজন, সাধারন ওয়াড কাউন্সিল পদে ৭৯ জন ও সংরক্ষিত নারী আসনে ১৮ জন মনোনয়নপত্র দাখিল করেছিল। ৩ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাইয়ে ১ জন সংরক্ষিত ও তিন জন ওয়াড কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এখন এই জেলায় চেয়ারম্যান পদে দুইজন হলেন- জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাডঃ মমতাজুল হক ও স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।এছাড়াও রয়েছেন- ১৫টি সাধারন ওয়াড কাউন্সিলার পদে ৬৬ জন এবং ৫টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৭ জন।আজ সোমবার (১২ ডিসেম্বর) প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে অফিস সুত্রে জানা গেছে।


