
আল-আমিন, নীলফামারী : নীলফামারীর ডিমলায় বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের আরোপিত নিষেধাজ্ঞা ও ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক প্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের কাজীপাড়া এলাকায়।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, এলাকার গয়াবাড়ী মৌজার জেএল নং- ২৫, খতিয়ান নং-১৬৯৪,১৯৫৪, ২৩৮৮ এসএ দাগ নম্বর- ৪০০২,৪০০৪,৪০০৬,৩৭০৯ এবং বিএস নং- ৭০১০, ৪৪৬৫,৭০০৯ এর নালিশী বিত্বে মোট ১.৪২ একর জমির মালিক প্রতিবন্ধী কাজী রফিকুল ইসলাম। পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে দীর্ঘদিন ভোগদখল করছেন প্রতিবন্ধীর ছেলে কাজী মানিক হোসেন।

এরপর হঠাৎ করেই ওই জমির মালিকানা দাবী করে জবরদখল করে ঘর তুলেছেন রাসেল সরকার তার সঙ্গী জাদু মিয়া, নুরু কাজী, কাজী লিটন, কাজী জুয়েল, কাজী তুহিন ও সফিয়ার রহমান। পরবর্তীতে কাজী মানিক হোসেন বাদী হয়ে নীলফাামরী বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌঃ কাঃ বিঃ আইনের ১৪৪/১৪৫ ধারা মোতাবেক তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলা নং-পি-২০৮/২০২২ ইং।
আদালত মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে শান্তি-শৃংখলা বজায় রাখতে বলা হয়। সেইসাথে কোন পক্ষই এবং কাহারো দ্বারা বিরোধীয় সম্পত্তিতে আইন শৃংখলা পরিস্থিতির অবনতি ও সম্পত্তি নিয়ে কোন পক্ষেরই কোন প্রকার অজর আপত্তি থাকলে তা বিজ্ঞ আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা হবে বলে আইনি নোটিশ প্রদান করেন।
একই সাথে আদালত দুইপক্ষকে জমিতে না যাওয়ার জন্য নিষেধাজ্ঞা জারি করে এবং ডিমলা থানার কর্মকর্তাকে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য নির্দেশ দেয়। কিন্তু আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে একাধারে অবৈধ ভাবে বিরোধপূর্ণ জমি দখল করে ঘর নির্মাণ করেন প্রভাবশালীরা।তাই অবৈধভাবে জমি দখলকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী ভূক্তভোগী কাজী মানিক হোসেন ও তার পরিবারের।
রাসেল সরকার বলেন, আমরা জমি নিয়ে মীমাংসা করার অনেক বার চেষ্টা করছি কিন্তু কাজী মানিক মীমাংসা করতে রাজি হয়নি। জমি দখল ও ঘর উত্তোলনের বিষয়টি তিনি কৌশলে এরিয়ে যান।
জানতে চাইলে ডিমলা থানার অফিসার ইনচার্জ লাইছুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।